সনাতন ধর্মকে HIV, কুষ্ঠ রোগের সঙ্গে তুলনা, গর্জে উঠলেন বিজেপি নেতা

ডিএমকে সাংসদ এ রাজা বলেন, "সনাতন সম্পর্কে উদয়নিধির অবস্থান নরম ছিল। সনাতন ধর্মকে সামাজিক কলঙ্কের সাথে রোগের সাথে তুলনা করা উচিত।"

author-image
SWETA MITRA
New Update
dew

নিজস্ব সংবাদদাতাঃ সনাতন ধর্ম নিয়ে নেতাদের বিতর্কিত মন্তব্য যেন থামতেই চাইছে না। ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের পর এবার এই সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আরও এক নেতা। আর এই নিয়ে গর্জে উঠলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। ডিএমকে নেতা এ রাজা সনাতন ধর্মকে এইচআইভি (HIV) কুষ্ঠ রোগের সঙ্গে তুলনা করেছেন। অমিত মালব্য আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘উদয়নিধি স্ট্যালিনের পর এখন ডিএমকে-র এ রাজা (A Raja) সনাতন ধর্মকে অবমাননা করছেন। সনাতন ধর্মপালনকারী ভারতের জনসংখ্যার ৮০ শতাংশকে লক্ষ্য করে এটি বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া আর কিছুই নয়। এটাই কংগ্রেসের নেতৃত্বাধীন আই.এন.ডি.আই জোটের আসল চরিত্র, যারা মনে করে হিন্দুদের অবমাননা করাই নির্বাচনে জেতার একমাত্র উপায়। মুম্বাই মিটিংয়ে কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?’