পিছু ছাড়ছে না দূষণের ছায়া, দিল্লির বাতাসের গুণমান 'গুরুতর'

দীপাবলির পর দিল্লিতে বায়ু দূষণের হার গুরুতর। ইতিমধ্যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে। আপের অভিযোগ বিজেপি বাজিতে প্রশ্রয় দিচ্ছে, সেই কারণে দূষণের হার বাড়ছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
AIR POLLUTION DELHI EDIT .jpg

নিজস্ব সংবাদদাতাঃ বায়ু দূষণের কালো ছায়া যেন দিল্লির ওপর পাকাপাকিভাবে চাদর বিছিয়েছে। দীপাবলি কাটতে না কাটতেই দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বায়ু দূষণের গুণগত মান গুরুতর। বুধবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ৪৩০। যা যথেষ্ট বিপজ্জনক। দিল্লির পুরমে বাতাসের গুণগত মান ছিল ৪১৭। পঞ্জাবিবাগে ছিল ৪২৩। জাহাঙ্গিপুরে এই মান ছিল ৪২৮।  অন্যদিকে, আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, গেরুয়া শিবির বাজি পোড়ানোয় প্রশ্রয় দিচ্ছে। সেই কারণেই দিল্লিতে বায়ু দূষণের হার নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।