নিজস্ব সংবাদদাতাঃ তীরে এসে তরী ডুবেছিল চার বছর আগে। দুঃখপ্রকাশ, সমবেদনার সঙ্গে সঙ্গে জুটেছিল গঞ্জনাও। তারপর চার বছর ধরে দাঁতে দাঁত চেপে শুধু লড়াই করে গিয়েছিলেন ইসরো-র বিজ্ঞানী-গবেষকরা। চন্দ্রযান-২ এর ব্যর্থতাকে ঢেকে দিল চন্দ্রযান-৩। বুধবার, ২৩ আগস্ট অবশেষে চাঁদের মাটিতে পা রাখল ইসরোর পাঠানো চন্দ্রযান-৩। সফলভাবে সফট ল্যান্ডিং হয়েছে, এই খবর পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ইসরোর সদর দফতরে উপস্থিত সকল কর্মীরা। একে অপরকে জড়িয়ে ধরেন। সাফল্যের আবেগাশ্রুর পর রাতে দেখা গেল অন্য চিত্র। চন্দ্রযান-৩ এর সাফল্যে নাচতে দেখা গেল ইসরোর বিজ্ঞানী-গবেষকদের। ডান্স ফ্লোরে পা মেলান ইসরোর প্রধানও।
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিং চন্দ্রযান-৩। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে চন্দ্রযান-৩ এর অবতরণের ছবি। তারই সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। তা হল, ইসরোর বিজ্ঞানীদের নাচ। চন্দ্রযান-৩ এর সাফল্যের পর ডান্স ফ্লোরে দেখা যায় ইসরোর গবেষক-বিজ্ঞানীদের। তাঁদের চোখে-মুখে ধরা পড়ছে সাফল্যের উচ্ছ্বাস।