নিজস্ব সংবাদদাতা: ৫০০ বছর পর, সূর্যবংশী ঠাকুর অবশেষে পাগড়ি পরলেন রাম মন্দিরের দরজা খোলায়। যখন জন্মভূমি দখল করা হয়ে এবং মসজিদ নির্মিত করে ফেলা হয় তখন সূর্যবংশী ঠাকুরের পূর্বপুরুষরা মীরবাকির সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। রাম নিজের বাড়ি ফিরে না পাওয়া পর্যন্ত মাথা ঢাকবেন না বলে শপথ নেন তাঁরা।