২০ ঘণ্টা পার, ক্রমেই স্বাভাবিক মান্ডি-কুল্লু হাইওয়ে

বৃষ্টির কারণে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল মান্ডি-কুল্লু হাইওয়ে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে শুরু হয় কাজ। প্রায় ২০ ঘণ্টা বাদে খুলে দেওয়া হয় মান্ডি-কুল্লু হাইওয়ের সিঙ্গেল লেন। 

author-image
Ritika Das
New Update
mandi kullu road.jpg

নিজস্ব সংবাদদাতা: অতি বৃষ্টির জেরে মান্ডিতে নেমেছিল ধস। বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা। যার জেরে ব্যাহত হয় যাতায়াত ব্যবস্থা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করে প্রশাসন। রাস্তা সারানোর কাজ শুরু হওয়ার পর সোমবার দিন বিকেলের দিকে খুলে দেওয়া হয় মান্ডি-কুল্লু হাইওয়ে। প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় এই জাতীয় সড়ক। 

মান্ডি-কুল্লু হাইওয়ে খুলে দিতে গাড়ি চলাচল শুরু হয়। তবে অনেক পর্যটক এদিন মান্ডি-কুল্লু হাইওয়ে দিয়ে হেঁটে অন্যত্র রওনা দেন। মান্ডির এক পুলিশ কর্মী জানান, মান্ডি-কুল্লু হাইওয়ের সিঙ্গেল লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে এখন মানালি পর্যন্ত যাতায়াত করা যাবে।