নিজস্ব সংবাদদাতা: বীরভূমে আজ পালিত হবে অকাল হোলি। কেননা বীরভূমে ফিরছেন ‘বীরভূমের বাঘ’। ২ বছর পর ঠিক আজই জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল। আজই রাতে বীরভূমে ফিরছেন তিনি। মেয়ের পর জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। আজই জামিনের সব শর্ত মেনে তিহার থেকে মুক্তি নেবেন কেষ্ট।
দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরুপাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। এটি তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য, কারণ এর আগে সিবিআইয়ের মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গত ২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচার মামলায় বাড়ি থেকে গ্রেফতার করে। এই মামলার জেরে তাঁর বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু হয় এবং তিহারে এই দেড় বছর বন্দী থাকেন। আর প্রথম ৬ মাস এরাজ্যের সংশোধনাগারে ছিলেন তিনি। আর আজ অবশেষে জেলবন্দীর জীবন শেষ হচ্ছে তাঁর।
তবে এই নয় যে তিনি দোষমুক্ত হয়ে জেল থেকে বেরচ্ছেন। গরুপাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। প্রায় ১০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এর আগে, ১০ সেপ্টেম্বর, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছেন।
যা জানা যাচ্ছে, আজই তিহাড় জেল থেকে বের হচ্ছেন অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে সরাসরি তিনি কলকাতা হয়ে আজই বীরভূমে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে। আর মঙ্গলবার বীরভূমে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর। কেননা মুখ্যমন্ত্রীর বরাবরই স্নেহধন্য হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল। আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত মণ্ডলের হয়ে সাফাই গাইতে শোনা গিয়েছে। এমনকী কোথাও যাওয়ার আগে মাঝ রাস্তায় বীরভূমে বরাবর অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতেন বলেও জানা যায়। মনে করা হচ্ছে, যেহেতু মঙ্গলবারই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই হইতো আগামীকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কেষ্ট।