নিজস্ব সংবাদদাতা: ২০০০ টাকা নোট প্রসঙ্গে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি (BJP) নেতা অশ্বিনী উপাধ্যায়। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ২০০০ টাকার নোট কোনও রিকুইজিশন স্লিপ এবং আইডি প্রুফ ছাড়াই বদলে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এই প্রসঙ্গে আবেদনকারী অ্যাডভোকেট অশ্বিনী কুমার উপাধ্যায় বলেন, ‘এই নোটগুলির একটি বড় অংশ হয় কোনও ব্যক্তির সিন্দুকে পৌঁছেছে বা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, মাওবাদী, মাদক ব্যবসায়ী, খনি মাফিয়া এবং দুর্নীতিবাজদের দখলে রয়েছে।‘ পিটিশনে বলা হয়েছে, আরবিআই-এর এই বিজ্ঞপ্তি 'স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন'।