নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের 'দু'দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব' প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে বলেন, "কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির অফিস থেকেই পরিচালিত হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল একজন নির্ভীক নেতা। আজ তিনি নির্ভয়ে সংবিধান ও দেশের জন্য লড়াই করছেন। অনিল দেশমুখ, সঞ্জয় রাউতের মতো অনেক নেতা নির্ভয়ে দেশের জন্য লড়াই করছেন।"
প্রসঙ্গত, আজ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সূত্র মারফত জানা গিয়েছে যে, জেল থেকে বেরিয়ে আসার দু'দিন পরে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিন তিনি জানান, '' আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত আমি সেই চেয়ারে বসব না। দিল্লিতে নির্বাচন কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পাব। " এছাড়াও তিনি মহারাষ্ট্রের সাথে নভেম্বরে জাতীয় রাজধানীতে নির্বাচনের দাবি করেন।