নিজস্ব সংবাদদাতাঃ সূর্যের দিকে গুটিগুটি পায়ে এগোচ্ছে ইসরোর পাঠানো আদিত্য এল ১। এদিকে সূর্যের দিকে অগ্রসর হওয়া আদিত্য এল১ মহাকাশ থেকে একটি সেলফি পাঠিয়েছে। বৃহস্পতিবার ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এই তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার ভারতীয় মহাকাশ সংস্থা জানিয়েছিল, আদিত্য এল১ সফলভাবে আর্থ ম্যানুভারের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছে। আদিত্য এল ১ ২ সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল। ইসরো জানিয়েছে, "আদিত্য-এল১, যা সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী এল ১ বিন্দুতে যাচ্ছিল, সেলফি তোলে এবং পৃথিবী ও চাঁদের ছবিও দেখে।''