নিজস্ব সংবাদদাতাঃ মহাকাশে নতুন ইতিহাস গড়েছে ভারত। সূর্য ও পৃথিবীর মধ্যেকার হ্যালো পয়েন্টে পৌঁছেছে ইসরোর পাঠানো আদিত্য এল ১। এখন এখান থেকেই সূর্যের সব খুঁটিনাটি জানতে পারবে ভারত। এই বিষয়ে বড় তথ্য দিয়েছে ইসরো। ইসরো বেশ নাটকীয়ভাবে গোটা জিনিসটি সম্পর্কে মানুষের সামনে তুলে ধরেছে, যেন মনে হবে আদিত্য এল ১ নিজে থেকে কথা বলেছে। ইসরোর শেয়ার করা তথ্য অনুযায়ী আদিত্য এল ১ যেন বলছে, ‘𝐈𝐧𝐝𝐢𝐚, 𝐈 𝐝𝐢𝐝 𝐢𝐭. 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐫𝐞𝐚𝐜𝐡𝐞𝐝 𝐭𝐨 𝐦𝐲 𝐝𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧!’