BREAKING : দিনে ৩০০ টাকা উপার্জন করত, বলেছিল আজ তাড়াতাড়ি ফিরে আসব ! আদিলের কথা বলতে গিয়ে কেঁদেই ফেললো বোন রবিসা

কি বললো আদিলের বোন রবিসা ?

author-image
Debjit Biswas
New Update
Pahalgam-Terror-Attack-Injures-5-Tourists-Raises-Alarm-Ahead-of-Amarnath-Yatra

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও-এ ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় নিহত হন, জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা সৈয়দ আদিল হুসেন শাহ। মূলত  পর্যটকদের রক্ষা করার চেষ্টা করতে গিয়ে তিনি জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। আর আজ নিজের ভাইয়ের কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন আদিলের বোন রবিসা।

ihko2glc_pahalgam_160x120_22_April_25

তিনি বলেন,"ও দিনে মাত্র ৩০০ টাকা উপার্জন করত। সেদিন বলেছিল শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কিন্তু আর ফিরলই না।" এরপর তিনি বলেন,"কে ওকে মারল, তা আমরা জানি না। শুধু এইটুকুই শুনেছি, যে ও সাহস করে রুখে দাঁড়িয়েছিল।"