নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিরীহ পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সৈয়দ আদিল হুসেন শাহ। আর এবার নিজের ছেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বড় দাবি করলেন, আদিলের পিতা হায়দার শাহ।
/anm-bengali/media/media_files/2025/04/22/8j491todRyjg3DvDBfF0.webp)
তিনি বলেন, “আমি গর্বিত আদিলের সাহসিকতার জন্য। আজ আমি বেঁচে আছি শুধুমাত্র এই গর্বের জন্য। না হলে ওর মৃতদেহ দেখেই আমি মরে যেতাম।” এরপর তিনি বলেন,''আদিলের সাহসে অনেকের প্রাণ রক্ষা হয়েছে। দিনে ৩০০ টাকা রোজগার করলেও আদিল মনের দিক থেকে সাহসী ছিল।''