নিজস্ব সংবাদদাতা: পুরনো সংসদের বিশেষ অধিবেশনে এদিন বক্তব্য রাখেন এরাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে খানিকটা স্মৃতিচারণই করেন। বলেন, “এই মঞ্চে দাঁড়িয়ে আমি উন্নীত এবং উচ্ছ্বসিত বোধ করছি। কারণ বহু ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী ছিল এই স্থানটি। অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার প্রথম ঝড় সামলেছিল এই স্থানটি। এই সম্মানিত হাউসে ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গড়ে তোলা হয়েছিল। তাই এই স্থানের মাহাত্ম্য সারাজীবনই থেকে যাবে। ইতিহাসের পাতায় স্বগৌরবে লেখা হবে এই স্থানের কথা”।