নিজস্ব সংবাদদাতা : বর্তমানে ভুয়ো ভোটার নিয়ে তীব্র রাজনৈতিক টানাপোড়েন চলছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। আর এর মাঝেই এবার রাজ্য সরকারকে নিশানা করে তোপ দাগতে শুরু করলেন, প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ভুয়ো ভোটার নিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, '' রাজ্যের বর্তমান সরকার বহু বছর ধরেই ভুয়ো ভোটার তৈরি করার কাজে দক্ষ। এটা আজকের বিষয় নয়, বহু বছর ধরেই বাংলায় ভুয়ো ভোটার তৈরির প্রক্রিয়া চলছে। তাই এখানে প্রচুর ভুয়ো ভোটার পাওয়া যায়।'' অধীরের এই মন্তব্যে যথেষ্ট সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।