নিজস্ব সংবাদদাতা: এবার শ্রীলঙ্কার (Sri Lanka)প্রকল্প থেকে পিছু হটল আদানি গোষ্ঠী (Adani Groups)। শ্রীলঙ্কায় ৪৮৪ মেগাওয়াটের বিশাল বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানি গ্রিন এনার্জি। সম্প্রতি সে দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা আনারা কুমারা। এরপরেই আদানিদের বরাত খতিয়ে দেখতে নয়া কমিটি গঠিত হয়। কমিটির মুখোমুখি হবার বদলে প্রকল্প থেকেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল আদানি গ্রিন এনার্জি।
শ্রীলঙ্কার প্রকল্প থেকে পিছু হটার জের, শেয়ার বাজারে জোর ধাক্কা আদানি গোষ্ঠীর। ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বিরাট পতন, পড়েছে প্রায় পৌনে পাঁচ শতাংশ। শেয়ার দামে পতন হয়েছে আদানি গ্রিন, আদানি পাওয়ার, আদানি পোর্টস সহ গোষ্ঠীর অধীন প্রায় সব কোম্পানির পতন হয়েছে আদানিদের হাতে নেওয়া মিডিয়া কোম্পানি এনডি টিভি-রও।