নিজস্ব সংবাদদাতা: সোনা পাচারের অভিযোগে ডিআরআই কন্নড় অভিনেতা রান্যা রাওকে গ্রেপ্তার করেছে। এই প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ বলেছেন, "গুরুত্ব সহকারে এই অভিযোগের তদন্ত করা উচিত। তিনি একজন আইপিএস অফিসারের মেয়ে হোক বা একজন সাধারণ মানুষের মেয়ে, আইন সকলের উপর সমানভাবে প্রয়োগ করা উচিত।"
/anm-bengali/media/media_files/2025/03/05/NCiK8WpRpqdOk75DQ8io.jpeg)