নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরার সঙ্গে আরো এক অভিনেতা যোগ দিলেন বিজেপিতে। তিনি হলেন শেখর সুমন। চলমান লোকসভা নির্বাচনের মধ্যে মঙ্গলবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি।
/anm-bengali/media/post_attachments/7e145376a425518ef1609f737af4138171c9f52b33797a1f89df13b299d71fa6.jpg?w=640)
বিজেপিতে যোগদানের পর অভিনেতা শেখর সুমন বলেন, "গতকাল পর্যন্ত আমি জানতাম না যে আমি আজ এখানে বসে থাকব কারণ জীবনের অনেক কিছুই জ্ঞাতসারে বা অজান্তে ঘটে। আমি এখানে খুব ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এসেছি এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাকে এখানে আসার নির্দেশ দিয়েছেন"।
/anm-bengali/media/post_attachments/cd7834ceb21d4eb9f0015880ed3aa81defb3dcdbbca630d7e8c164b8a3fa445c.jpg)
/anm-bengali/media/post_attachments/2a13dbc83d8f47baeefb541df0540830373d5fddc083e0296cf05af1462cc656.webp)