নিজস্ব সংবাদদাতা : অভিনেতা সাইফ আলি খান আক্রমণ মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে ছত্তিশগড়ের দুর্গ থেকে আটক করা হয়েছে। মুম্বাই পুলিশের জুহু থানার সহকারী পুলিশ পরিদর্শক তথ্য পান যে সন্দেহভাজন ব্যক্তি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছেন। তার ছবি শেয়ার করা হয় এবং পরে তাকে দুর্গের আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়।