নিজস্ব সংবাদদাতা: আউটডোর শুটিংয়ে গিয়ে মৃত্যু হল অভিনেতার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার তিরুবনন্তপুরমের ভ্যানরোস জংশনের কাছে একটি হোটেলের ঘর থেকে মালায়ম অভিনেতা দিলীপ শঙ্করের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, হোটেলের কর্মীরা তাঁর দেহ প্রথম দেখতে পান। ইতিমধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর মামলা রজু করেছে পুলিশ।
দক্ষিণের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিলীপ শঙ্কর নামে ওই অভিনেতা চার দিন আগে তিরুবনন্তপুরমের হোটেলে 'পঞ্চগ্নি' নামে একটি টিভি শোয়ের শুটিংয়ের জন্য এসেছিলেন।তিনি আদপে এর্নাকুলামের বাসিন্দা। হোটেলের কর্মীরা বলেন, গত দুই দিন তিনি হোটেলের রুম থেকে বের হননি। রবিবার হোটেলে তাঁর রুম থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপর হোটেলের কর্মীরা দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাঁকে মৃত অবস্থায় দেখেন হোটেলের কর্মীরা। এরপরেই হোটেলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিনেতার দেহ ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানতে পারা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ফরেনসিক দল হোটেলের ওই ঘরটি পরীক্ষা নিরীক্ষা করছেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। তবে এই মৃত্যুতে পুলিশ প্রাথমিকভাবে কোনও ষড়যন্ত্রের গন্ধ পায়নি। অন্যদিকে, পঞ্চগ্নি' সিরিয়ালের পরিচালক মনোজ জানিয়েছেন, দিলীপ শঙ্কর দুই দিনের ছুটি নিয়েছিলেন শুটিং থেকে। তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর কী হয়েছে, তা জানা যায়নি।