সংঘর্ষ বিরতির মাঝেই ভারতের শক্তি বৃদ্ধি, ‘ব্রহ্মস’-এর নতুন মারণ অস্ত্রে শান সেনাবাহিনীর
কাশ্মীর সমস্যার সমাধান হবে ট্রাম্পের হাত ধরে? প্রেসিডেন্ট নিজেই দিলেন আভাস
BREAKING : ১৯৭১-এ আমেরিকার হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী ! বড় মন্তব্য করলেন সচিন পাইলট
BREAKING : পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করুন ব্রহ্মসের ক্ষমতা ! ব্রহ্মস মিসাইল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ
BREAKING : এখনও চলছে অপারেশন সিঁদুর ! যুদ্ধবিরতির মাঝেই বড় টুইট করলো ভারতীয় বায়ু সেনা
BREAKING : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সীমান্ত এলাকা ! স্বাভাবিক জীবনে ফিরছেন সাধারণ মানুষ
BREAKING : মোদির নেতৃত্বে ভারত এখন বিশ্বশক্তি ! মোদির ভূয়সী প্রশংসা করলেন দিয়া কুমারী
BREAKING : ভারত-পাকিস্তান সমস্যায় বারবার বাইরের হস্তক্ষেপ ! হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি
BREAKING : ট্রাম্পের হস্তক্ষেপ মূল্যহীন ! এবার কাশ্মীর প্রসঙ্গে গর্জে উঠলেন প্রাক্তন ব্রিগেডিয়ার হেমন্ত মহাজন

আউটডোর শুটিংয়ে গিয়ে রহস্যমৃত্যু অভিনেতার! হোটেল থেকে উদ্ধার হল দেহ

আউটডোর শুটিংয়ে গিয়ে রহস্যমৃত্যু অভিনেতার।

author-image
Tamalika Chakraborty
New Update
dilip shankar 1

নিজস্ব সংবাদদাতা: আউটডোর শুটিংয়ে গিয়ে মৃত্যু হল অভিনেতার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  রবিবার তিরুবনন্তপুরমের ভ্যানরোস জংশনের কাছে একটি হোটেলের ঘর থেকে মালায়ম অভিনেতা দিলীপ শঙ্করের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, হোটেলের কর্মীরা তাঁর দেহ প্রথম দেখতে পান। ইতিমধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর মামলা রজু করেছে পুলিশ। 

দক্ষিণের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিলীপ শঙ্কর নামে ওই অভিনেতা চার দিন আগে তিরুবনন্তপুরমের হোটেলে 'পঞ্চগ্নি' নামে একটি টিভি শোয়ের শুটিংয়ের জন্য এসেছিলেন।তিনি আদপে এর্নাকুলামের বাসিন্দা।  হোটেলের কর্মীরা বলেন, গত দুই দিন তিনি হোটেলের রুম থেকে বের হননি। রবিবার হোটেলে তাঁর রুম থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপর হোটেলের কর্মীরা দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করেন।  সেখানে তাঁকে মৃত অবস্থায় দেখেন হোটেলের কর্মীরা। এরপরেই হোটেলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিনেতার দেহ ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানতে পারা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ফরেনসিক দল হোটেলের ওই ঘরটি পরীক্ষা নিরীক্ষা করছেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। তবে এই মৃত্যুতে পুলিশ প্রাথমিকভাবে কোনও ষড়যন্ত্রের গন্ধ পায়নি।  অন্যদিকে, পঞ্চগ্নি' সিরিয়ালের পরিচালক মনোজ জানিয়েছেন, দিলীপ শঙ্কর দুই দিনের ছুটি নিয়েছিলেন শুটিং থেকে।  তিনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। তবে তাঁর কী হয়েছে, তা জানা যায়নি।