BREAKING: পুলিশ স্টেশনে আল্লু অৰ্জুন!

কি ঘটল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানায় অভিনেতা আল্লু অর্জুন সন্ধ্যা থিয়েটারের ঘটনায় পুলিশের সামনে হাজির হতে হায়দরাবাদের চিক্কদপল্লী থানায় পৌঁছেছেন। পুস্পা ২ এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর পর এখন পুষ্পা ২-এর জমজমাট চর্চার মাঝেই আল্লুকে নিয়ে বিপদ বেড়েই যাচ্ছে।