নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দির (Ram Mandir) নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর দুদিন পরেই রাম মন্দিরের দরজা সকলের জন্য খুলে যাবে। এদিকে রাম মন্দির 'প্রাণ প্রতিষ্ঠা'কে সামনে রেখে মোদীর ১১ দিনের 'অনুষ্ঠান' প্রসঙ্গে বড় দাবি করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das)। তিনি বলেন, "যে ব্যক্তি 'অনুষ্ঠান' করে তাকে মেঝেতে ঘুমাতে হয়, মিথ্যা কথা বলতে মানা থাকে, 'গায়েত্রী মন্ত্র'-এর মতো মন্ত্র জপ করতে হয়, পাতায় খেতে হয় এবং 'ব্রহ্মচর্য' অনুসরণ করতে হয় ।‘ মূলত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে খুলবে রাম মন্দিরের দরজা।
#WATCH | On PM Modi's 11-day 'anushthan' before Ram Temple 'Pran Pratishtha', Shri Ram Janmabhoomi Teerth Kshetra Chief Priest Acharya Satyendra Das says, "The person who does 'anushthan' has to sleep on the floor, does not speak lies, chants mantras like 'Gayatri mantra', has to… pic.twitter.com/lPmpH4ndZz