রাহুল গান্ধীর ব্যর্থতার কারণ কী, জানালেন রাম মন্দিরের প্রধান পুরোহিত

রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী বলে অবিহিত করেন। তিনি বলেন, সেই কারণে তাঁর এই দুর্দশা।

author-image
Tamalika Chakraborty
New Update
satyendra das.JPG

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'শক্তি' মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখান শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেন, "রাহুল গান্ধী বলেছেন যে তিনি হিন্দুদের সাথে লড়াই করছেন। এর আগে তিনি কংগ্রেসকে মুসলিম দল হিসাবে ঘোষণা করেছেন। তিনি হিন্দু বিরোধী। তিনি ভগবান রামের অস্তিত্বকেও প্রত্যাখ্যান করেছিলেন। তাঁকে কাল্পনিক বলে অভিহিত করেছিলেন।  তাই ভারতের জনগণ তাঁকে নেতা হিসাবে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দল এই দুর্দশার মুখোমুখি হচ্ছে।"

rahul gandhii ghj.jpg

 

Rahul gandhi assam.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha.jpeg