রাহুল গান্ধী- হিংসার সঙ্গে হিন্দুদের জড়ানো ঠিক নয়! এবার কটাক্ষ প্রাক্তন দলীয় নেতার

সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন কংগ্রেসের প্রাক্তন নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

author-image
Probha Rani Das
New Update
acharyaaqw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণ প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন কংগ্রেসের প্রাক্তন নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম

তিনি বলেন, "রাহুল গান্ধী বিরোধী দলনেতা এবং সরকারকে প্রশ্ন করা তাঁর কর্তব্য। তবে পুরো একটি কমিউনিটির সমালোচনা করা ঠিক নয়।  

acharya pramodw1.jpg

হিংসার সঙ্গে হিন্দুদের জড়ানো ঠিক নয়। এতে যেসব হিন্দু তাকে ভোট দিয়েছেন তাদের অনুভূতিতে আঘাত লাগবে। 'সনাতন ধর্ম'-এ পোকামাকড় মারার অনুমতি নেই, কিন্তু আপনি গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসার সঙ্গে যুক্ত করছেন।”  

Adddd