নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, "কংগ্রেসে এমন অনেক নেতা রয়েছেন যাঁরা দলে দমবন্ধ বোধ করেন, যাঁরা প্রতিদিন অপমানিত হন। প্রবীণ নেতাদের অপমান করার এই কাজটি রাহুল গান্ধীর সেবকরাই করেন। কংগ্রেস রাজনীতিবিদদের দ্বারা নয়, রাহুল গান্ধীর চাকরদের দ্বারা পরিচালিত। সেই কারণেই কংগ্রেস নেতারা যে যেখানে পারছেন সেখানে যাচ্ছেন। ৪ জুনের পর কংগ্রেস বিভক্ত হতে চলেছে কংগ্রেস আর এবং কংগ্রেস পি।"