নিজস্ব সংবাদদাতা: তিরুপতি মন্দিরের প্রসাদ লাড্ডু প্রসঙ্গে মন্তব্য করেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই প্রসঙ্গে আচার্য প্রমোদ কৃষ্ণম বলেন, “এটা 'সনাতনের' বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত। ভারতের কিছু রাজনীতিবিদ ও রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে জড়িত। তারা বিশ্বাস করে সনাতনকে ধ্বংস করে তারা ভারতকে দুর্বল করে দিতে পারে। আমি ভারত সরকারকে এই মামলায় উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য অনুরোধ করতে চাই।”
কয়েকদিন আগে একটি সভা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, তিরুপতির মন্দিরের প্রসাজ লাড্ডুতে গোরুর চর্বি ও মাছের চর্বি রয়েছে। এছাড়াও লাড্ডু তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি রাজনৈতিক চাপান উতোর চলতে থাকে। এই পরিস্থিতিতে মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মন্দিরের পবিত্রতা রক্ষায় কিছুদিন গোরু জাতীয় যে কোনও পন্য ব্যবহার বন্ধ রাখা হয়েছে। এছাড়া ঘিয়ের নমুনা পরীক্ষা করার রাজ্যের বাইরের একটি ল্যাবের সাহায্য নেওয়া হয়েছে।