সকালে হালকা খাবার... কেমন আছেন উদ্ধার হওয়া শ্রমিকরা

দীর্ঘ ১৭ দিন বন্দি থাকার পর মঙ্গলবার রাতে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের উত্তরাখণ্ডের একটি হাসপাতালে রাখা হয়েছে। উদ্ধারের পর তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Tamalika Chakraborty
New Update
labour edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  টানা ১৭ দিন পর মুক্তির স্বাদ পান উত্তরাখণ্ডে আটকে পড়া শ্রমিকরা। মঙ্গলবার রাতে একে একে ৪১ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিনিয়ালিসৌরের হাসপাতালে ভর্তি রয়েছেন উদ্ধার হওয়া শ্রমিকদের ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখনও পর্যন্ত শ্রমিকদের মধ্যে কোনও শারীরিক সমস্যা দেখা দেয়নি। সকলেই ভালো রয়েছে। সকালে তাঁদের হালকা খাবার দেওয়া হয়েছে।  বুধবার সকালে বিধ্বস্ত টানেলের সামনে তৈরি হওয়া মন্দিরে পুজো দেওয়া হয় বলে জানা গিয়েছে।