দুর্ঘটনায় মৃত্যু- সব শেষ, গভীরভাবে শোকাহত শুভেন্দু অধিকারী

শোক প্রকাশ শুভেন্দু অধিকারীর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাজপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে এবার গভীরভাবে শোক প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। এই দুর্ঘটনায় সব শেষ হয়ে গিয়েছে বেশ কয়েকটি পরিবারের, প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ।

Five dead, 40 injured after bus falls off flyover in Odisha's Jajpur |  Latest News India - Hindustan Times

এই বিষয়ে ট্যুইট করে শুভেন্দু অধিকারী বলেছেন, "গত রাতে জাজপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পুরী থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল, যখন এটি ওড়িশার জাজপুর জেলার বারাবাতি এলাকার কাছে জাতীয় সড়ক ১৬-এর একটি ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। আমার জানামতে আহত ব্যক্তিদের আরও চিকিৎসার জন্য কটকের এসসিবি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সকল আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি"।

ओडिशा: जाजपुर में एनएच-16 पर बेकाबू बस फ्लाईओवर से गिरी, पांच की मौत, कई  घायल - Bus Accident in Jajpur

এছাড়াও তিনি উড়িষ্যার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক জি, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান জি-কে অনুরোধ করেছেন মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য।

Add 1

d