বাতিল ইউজিসি-নেট, বিপাকে এনটিএ-শিক্ষার্থীদের মনে সন্দেহ! এবার পথে নামল এবিভিপি-র জাতীয় সাধারণ সম্পাদক

ইউজিসি-নেট বাতিল প্রসঙ্গে বড় মন্তব্য করলেন এবিভিপি-র জাতীয় সাধারণ সম্পাদক যাজ্ঞালক্য শুক্লা।

author-image
Aniruddha Chakraborty
New Update
;,m

নিজস্ব সংবাদদাতাঃ ইউজিসি-নেট বাতিল প্রসঙ্গে এবিভিপি-র জাতীয় সাধারণ সম্পাদক যাজ্ঞালক্য শুক্লা বলেন, "ছাত্ররা এখন পরীক্ষা নিয়ে সন্দেহ করছে। এনটিএ-র বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ইউজিসি-নেট বাতিলের ফলে এনটিএ-র প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা ভারত সরকারকে এমন পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি যাতে পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কোনও সন্দেহ না থাকে তা নিশ্চিত করুন।" 

;,m

Add 1