নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি হোলি উৎসবের কারণে উত্তর প্রদেশের বেশকিছু মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন আবু আজমি। তিনি বলেন, ''কোনও উৎসবের উপর কোনও রাজনৈতিক রং লাগানোর প্রয়োজন নেই। আমি হোলি উদযাপনকারীদের অনুরোধ করব, আপনারা সবাই উৎসাহের সঙ্গে হোলি খেলুন, তবে কোনও মুসলিম ভাইয়ের সম্মতি ছাড়া তাঁর গায়ে রং লাগাবেন না।"
/anm-bengali/media/media_files/2025/03/12/XHGSrZIoQC7yK4DUONq7.JPG)
এছাড়াও তিনি বলেন, ''জরুরি পরিস্থিতিতে বাড়িতে নামাজ পড়া যেতে পারে, তবে জুম্মার নামাজ মসজিদেই পড়া উচিত। বিভিন্ন মসজিদ এই কারণেই ঢেকে দেওয়া হচ্ছে, যাতে কোনও মসজিদেই কোনও রং না লাগে এবং কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয়।''