নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমির, ঔরঙ্গজেবকে নিয়ে করা একটি মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, ''আমি শুনেছি এই মন্তব্যের জন্য আজমিকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এই সাময়িক সাসপেনশন যথেষ্ট নয়। ওকে স্থায়ীভাবে সাসপেন্ড করা উচিৎ।''
/anm-bengali/media/media_files/2K4OZIp8R7JRP0h7B6MU.jpg)
এছাড়াও তিনি বলেন, "যারা ছত্রপতি শিবাজী মহারাজ ও সম্ভাজী মহারাজের অসম্মান করবে, তাদের জন্য মহারাষ্ট্রে কোনও স্থান নেই।'' ঔরঙ্গজেবকে নিয়ে করা তার মন্তব্যের জন্য সবদিক থেকে কোনঠাসা হতে হচ্ছে আবু আজমিকে। এরমধ্যে উদ্ধব ঠাকরের এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।