চন্দ্রযান ৩ : ISRO-র মুকুটে নতুন পালক, গর্বে বুক ফুলবে আপনারও

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তৃতীয় চন্দ্রাভিযান সফলভাবে উৎক্ষেপণ করে ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩।

author-image
SWETA MITRA
New Update
chad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে আবারও সুখবর শোনালো ইসরো (ISRO)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) বিজ্ঞানীরা  টুইটারে চন্দ্রযান-৩ মিশন সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন। ইসরো জানিয়েছে, মহাকাশযানটির অবস্থা স্বাভাবিক। বেঙ্গালুরুর আইএসটিআরএসি/ইসরো কর্তৃক প্রথম কক্ষপথ উত্তোলন মহড়া সফলভাবে সম্পন্ন হয়। মহাকাশযানটির কক্ষপথের উচ্চতা দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে বলে জানাল ইসরো। 

ইসরোর তরফে জানানো হয়েছে, চন্দ্রযান ৩-এর দ্বিতীয় 'অরবিট ম্যানুভারিং' সফল ভাবে সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে পৃথিবী প্রদক্ষীণ করতে করতে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৩। 

 গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে তৃতীয় চন্দ্রাভিযান সফলভাবে উৎক্ষেপণ করে ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার।