শারীরিক সম্পর্কের মাঝে অস্বাভাবিক যৌনাচার ধর্ষণ নয়, জানিয়ে দিল আদালত

যৌন আচরণকে কখনওই ধর্ষণ বলে ধরা হবে না।

author-image
Adrita
New Update
ঘ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ স্বামী, স্ত্রীর মধ্যে শারীরিক  সম্পর্কের মাঝে যদি অস্বাভাবিক যৌনচার হয়ে থাকে, তাহলে তাকে ধর্ষণ বলে গণ্য করা হবে না। এমনই জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে যে, স্বামী, স্ত্রীর শারীরিক সম্পর্কের মাঝে যদি দ্বিতীয়জনের মত না থেকে,তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে না।

যে পাঁচ কারণে স্বামীদের সঙ্গে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলেন নারীরা

অর্থাৎ শারীরিক সম্পর্কের জন্য স্ত্রীর মতামতের কার্যত প্রয়োজন নেই বলেই আদালতের তরফে মত প্রকাশ করা হয়। বিয়ের পর স্ত্রী যদি স্বামীর বাড়িতে থাকে, তাহলে তাঁদের দুজনের মধ্যের যৌন আচরণকে কখনওই ধর্ষণ বলে ধরা হবে না বলে জানান বিচারক। 

Relationship Tips: এই ৫ কারণেই স্বামীদের সঙ্গে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলেন  মহিলারা, এখনই সাবধান না হলে অচিরেই উবে যাবে ভালোবাসা! - 5 reasons why your  wife ...

Add 1