বাংলার মানুষের মতোই কাজ করেছে কর্ণাটকের মানুষ!

বাংলার মানুষ ২০২১ সালে যা করে দেখিয়েছিল, কর্ণাটকের মানুষ সেটা ২০২৩ সালে করে দেখালো। বাকিটা ২০২৪ সালে ভারত দেখবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
Pallabi Sanyal
New Update
abhisheknab

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : নবজোয়ার যাত্রা থেকেই  কর্ণাটকে কংগ্রেসের জয় নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ ২০২১ সালে যা করে দেখিয়েছিল, কর্ণাটকের মানুষ সেটা ২০২৩ সালে করে দেখালো। বাকিটা ২০২৪ সালে ভারত দেখবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তবে, এই জয়কে অনেকে ভারত জোড়ো যাত্রার সুফল বলে মনে করলেও অভিষেক মনে করছেন না। তার কথায়, ১০ হাজার রাহুল কিংবা ১০ হাজার অভিষেক রাস্তায় নামলে হবে না। মানুষ যদি একবার ঠিক করে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে ভোট দেবেন না তবেই পরিবর্তন সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন, আপনার যে রাজনৈতিক দলকে ভোট দিতে ইচ্ছে হয় দেবেন কিন্তু বিজেপিকে নয়। মানুষ বিজেপিকে প্রত্যাখান করা শুরু করেছে বলেও মন্তব্য করেন অভিষেক।