‘দলের সুপার শেয়ার হোল্ডার অভিষেক, তা মেনে নেন না মমতা’

'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি', বলছেন গিরিরাজ সিং।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
MAMATA GIRIRAJ.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর সম্পর্ক যে একেবারেই মধুর নয়, তা জানেন সকলেই। মূলত, রাজ্যের ১০০ দিনের টাকা বাকি রাখা থেকে শুরু করে একাধিক বিষয়ে বারবার সংঘাতে জড়িয়েছেন এনারা দুজনেই। আর এবার ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর দলের সদস্যদের দেওয়া পরামর্শের তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী গিরিরাজ সিং।

এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এই ধরনের একটি কোম্পানি অন্যদের শেয়ারহোল্ডার দেয় না। দলের সুপার শেয়ারহোল্ডার তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি সেখানে কেউ ভাগ বসাতে চায়, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চায়, তাহলে তা তিনি কখনোই সহ্য করবেন না। তখন সে দলের শত্রু হয়ে উঠবে”।

উল্লেখ্য, গতকাল দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী কড়াবার্তায় জানিয়েছিলেন, দলের অন্দরে যে মতবিরোধ চলছে, তা যেন মানুষের মধ্যে ছড়িয়ে না পরে। তাহলে দল সম্পর্কে বিরূপ ধারণা হবে ভোটারদের। তা কিছুতেই মেনে নেবেন না তৃণমূল নেত্রী, এমনটাই কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন সুপ্রিমো। এদিন তারই প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

hiren