শয়ে শয়ে নয়, এই ৭ আসনে বিশেষ নজর ইন্ডিয়া জোটের? জানালেন নেতা

আসন ভাগাভাগি নিয়ে কবে চূড়ান্ত কথা হবে?

author-image
SWETA MITRA
New Update
india addllianceee.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দফায় দফায় বৈঠক হলেও আসন নিয়ে রফা হয়নি ইন্ডিয়া জোটের (INDIA Alliance) সঙ্গে জড়িত দলগুলির। এদিকে আসন ভাগাভাগি নিয়ে বড় মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত (Abhishek Dutt)। তিনি বলেছেন, 'দিল্লির সাতটি আসনের সবকটিতেই জিতবে ইন্ডিয়া জোট। ব্যবসায়ীরা বর্তমান কেন্দ্রীয় সরকার এবং তাদের নীতিতে বিরক্ত। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং জিতব।‘