আগামী ১ নভেম্বর...এবার অভিষেকের সঙ্গে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

বাংলার বকেয়া মেটাতে হবে, এই দাবিতে বারবার বিক্ষোভ দেখিয়েই চলেছে তৃণমূল সরকার।

author-image
SWETA MITRA
New Update
mamata abhiss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো মিটতেই নতুন করে দলের আন্দোলন শুরু হতে চলেছে বলে দাবি করেছেন এই তৃণমূল সাংসদ। চলতি মাসের শেষ নাগাদ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথাযথ সাড়া না পেলে পশ্চিমবঙ্গে এমজিএনআরইজিএ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ টাকা না দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস (TMC) তাদের বিক্ষোভ পুনরায় শুরু করবে বলে জানিয়েছেন দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "যেহেতু আমরা দুই বছর ধরে অপেক্ষা করেছি, তাই আমরা আরও কয়েক দিন অপেক্ষা করতে পারি। ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ সাড়া না পেলে ১ নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। এ বার মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের নেতৃত্ব দেবেন।“