নিজস্ব সংবাদদাতা: মনমোহন সিংয়ের প্রয়ানের পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেসের তরফে যেভাবে প্রয়াণের পর মনমোহন সিংয়ে শ্রদ্ধা জানানো হয়েছে, সেভাবে তাঁর বাবা তথা ইউপিএ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়নি। এই প্রসঙ্গে মুখ মুখললেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "সেই সময় অর্থাৎ যখন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গিয়েছিলেন, কোভিডের সময়। সেই সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। বিধিনিষেধের কারণে মানুষ জড়ো হতে পারেননি। কেজিরওয়ালের প্রশাসন এমনকি পরিবারের সমস্ত সদস্যকেও দেখা করতে দেওয়া হয়নি। মাত্র ২০ জন উপস্থিত ছিলেন প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে। সেই ২০ জনের মধ্যে পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। কংগ্রেসও একটি সমাবেশ করতে চেয়েছিলেন কিন্তু তা করতে পারেননি করোনার কারণে। কিন্তু প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী এবং অন্যান্য নেতারা এসেছিলেন। তাঁকে (প্রণব মুখোপাধ্যায়কে) শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন।"