বিজেপির সামনে পিছিয়ে পড়লেন আপের সৌরভ ভরদ্বাজও

বিজেপির সামনে পিছিয়ে পড়লেন আপের সৌরভ ভরদ্বাজও।

author-image
Aniket
New Update
Saurabh Bharadwaj

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। আপের একাধিক বড় নেতা বিজেপির একাধিক নেতৃত্বের কাছে পিছিয়ে পড়েছেন। এবার পিছিয়ে গেলেন আপের সৌরভ ভরদ্বাজও।

সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাশ আসন থেকে পিছিয়ে রয়েছেন কারণ বিজেপির শিখা রায় এগিয়ে থাকার নিরিখে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে ৪৫৯ ভোটে এগিয়ে রয়েছেন শিখা রায়।