নিজস্ব সংবাদদাতা: মালব্য নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সতীশ উপাধ্যায় এবার আপকে নিশানা করে বড় বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, "আপ তাদের সমস্ত ইস্যুতে ভোটারদের মনে একটি বিভ্রম তৈরি করার চেষ্টা করে। তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের (জাট) উপর রাজনীতি করার চেয়ে নীচে নত হতে পারে না। অরবিন্দ কেজরিওয়াল কি গত ১১ বছরে জাট সম্প্রদায়ের সমস্যাগুলি তুলে ধরেছেন?" বিজেপি প্রার্থীর তোলা এই প্রশ্নে শোরগোল শুরু হয়েছে।