নিজস্ব সংবাদদাতা: শাহজাহান শেখের সিবিআই হস্তান্তরের নির্দেশে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকার। যার জেরে সুপ্রিম কোর্টের দেওয়া ত্রাণও অস্বীকার করেছে রাজ্য। এই বিষয়ে এদিন আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, “রাজ্য সরকারের এখন কেন্দ্রীয় সংস্থাগুলির উপর কোনও আস্থা নেই৷ কেন্দ্রীয় সরকারকে এই কেন্দ্রীয় সংস্থাগুলির ভাবমূর্তি উন্নত করতে পদক্ষেপ নেওয়া উচিত”৷
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)