তারকা প্রচারকের তালিকা প্রকাশ আপ-র! রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল

তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি।

author-image
Aniruddha Chakraborty
New Update
aap_party.com-avif-to-jpg-converter (1).jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ জানা গিয়েছে, আম আদমি পার্টি গুজরাটের ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। 

সূত্রে খবর, প্রচারকের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, রাঘব চাড্ডা, ইসুদান গাধভি প্রমুখ।

Add 1

এছাড়া, দলের সাংসদ সঞ্জয় সিং, দিল্লির মন্ত্রী এস গোপাল রাই, অতিশি, সৌরভ ভরদ্বাজ এবং কৈলাস গেহলটও তারকা প্রচারক হতে চলেছেন।