গত ১০ বছরে তারা শুধু আমাকে গালাগাল করেছে! ক্ষোভ উগরে দিলেন কেজরিওয়াল

কি দাবি করলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Kejriwal

নিজস্ব সংবাদদাতা:আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "তারা (বিজেপি) যদি গত ১০ বছরে কিছু কাজ করত, তাহলে তাদের দিল্লিতে ১১০০ টাকায় ভোট কেনার অবলম্বন করতে হতো না। গত ১০ বছরে তারা দিল্লিতে কিছুই করেনি। তারা শুধু আমাকে গালাগাল করেছে। এখন তাদের ভোট কেনার আশ্রয় নিতে হচ্ছে, যা গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, পুলিশ, আয়করের মতো সব সংস্থাই অসহায় হয়ে পড়েছে। কোনো সংস্থা কোনো ব্যবস্থা নিচ্ছে না"।