হাতিয়ার বিদ্যুৎ, রাজ্যে মাটি শক্ত করতে মরিয়া কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আজ রায়পুর সফর করছেন। এ সময় তিনি ছত্তিশগড়ের মানুষের জন্য একটি গ্যারান্টি কার্ড ইস্যু করেন।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
kejri rai.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি, পাঞ্জাবের পর এবার আম আদমি পার্টির নজরে রয়েছে ছত্তিশগড়। চলতি বছরেই সেই রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। আর আসন্ন এই ভোটকে পাখির চোখ করে রাজ্য সফরে গেলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ শনিবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল রায়পুরে এক জনসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করে। তিনি বলেন, ‘আমরা ছত্তিশগড়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করব।‘  

অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'ইশতেহার নিয়ে আগে নেতারা মিথ্যে বলতেন। কিন্তু কেজরিওয়াল শুধু গ্যারান্টি দিয়েছেন। তারা মারা যাবে, কেটে ফেলা হবে কিন্তু তারা গ্যারান্টি পূরণ করবে। আমরা মিথ্যা ইশতেহার  প্রকাশ করি না। আমরা ১০টি গ্যারান্টি দিচ্ছি।'  অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'ছত্তিশগড়ে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে। আপনারা ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। আমি বিনামূল্যে বিদ্যুৎ দেব।'