'ভারতীয় ঝুটা পার্টি'! নতুন বছরেই তুলোধোনা BJP-কে

কে এই নাম দিলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp6

নিজস্ব সংবাদদাতা:আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "নতুন বছর সবার জীবনে সমৃদ্ধি ও অগ্রগতি বয়ে আনুক এবং আমাদের দেশ ঘৃণা ছেড়ে ভালবাসার ভিত্তিতে এগিয়ে যেতে থাকুক। যে দলের নাম নিজেই ভারতীয় ঝুটা পার্টি, যা 2 কোটি চাকরি দেওয়ার মিথ্যা কথা বলছে, কৃষকদের ফসলের দাম দ্বিগুণ করার কথা বলছে, সেই বিজেপি কেজরিওয়ালকে প্রশ্ন করছে। তিনি বিদ্যুত বিনামূল্যে, পানি বিনামূল্যে, শিক্ষা বিনামূল্যে, চিকিৎসা বিনামূল্যে...লোকে তাদের দেখে হাসবে, বিজেপির লোকেরা কমেডি সার্কাসের চরিত্রে পরিণত হয়েছে। তাই তাদের কথাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়"।