নিজস্ব সংবাদদাতা: দিল্লির সিলামপুরের বিধায়ক আবদুল রেহমান AAP-এর প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। টুইট করেছেন দিল্লির বিধায়ক আবদুল রেহমান। সেখানে তিনি লিখেছেন। "আজ আমি আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি। দলটি ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে মুসলমানদের অধিকারকে উপেক্ষা করেছে, অরবিন্দ কেজরিওয়াল সর্বদা জনগণের সমস্যা থেকে পালিয়ে তার রাজনীতি করেছেন। আমি লড়াই চালিয়ে যাব। ন্যায় ও অধিকারের জন্য।"