নিজস্ব সংবাদদাতা:আম আদমি পার্টির মেহরাউলির বিধায়ক নরেশ যাদব দল থেকে পদত্যাগ করেছেন।
পরপর দুই মেয়াদে বিধায়ক থাকা নরেশ যাদবকে তৃতীয়বারের মতো আম আদমি পার্টির প্রার্থী করা হয়েছিল। কিন্তু অবমাননা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ার পর, নরেশ যাদব নিজেই টিকিট ফেরত দেন, যার পরে আপ মেহরাউলি থেকে অন্য প্রার্থীকে প্রার্থী করে।