নিজস্ব সংবাদদাতাঃ এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ (Saurabh Bhardwaj)। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ আজ প্রধানমন্ত্রী মোদীর ভাষণ ছিল বিদায়ী ভাষণের মতো। আমি মনে করি, লালকেল্লায় এটাই প্রধানমন্ত্রীর শেষ ভাষণ। এর পরে প্রধানমন্ত্রী অবশ্যই লালকেল্লায় আসবেন, তবে সামনের চেয়ারে বসে অন্য কোনও প্রধানমন্ত্রীর কথা শুনবেন। এই সমস্ত বিষয় যেমন দুর্নীতি ও বংশবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, বিজেপির শূন্যতার কথা বলে।‘
উল্লেখ্য, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে রেড ফোর্ট থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বলেন, '২০১৯ সালে পারফরম্যান্সের ভিত্তিতে আপনারা আমাকে আরও একবার আশীর্বাদ করেছেন। আগামী পাঁচ বছর অভূতপূর্ব উন্নয়নের জন্য। ২০৪৭ সালের স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় সোনালী মুহূর্ত হল আগামী পাঁচ বছর। পরের বার, ১৫ ই আগস্ট, এই লালকেল্লা থেকে আমি আপনাদের সামনে দেশের অর্জন ও উন্নয়ন উপস্থাপন করব।‘
এদিন প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণ শুরু করার সাথে সাথেই মণিপুর ইস্যুটি উল্লেখ করেছিলেন। তিনি বিগত নয় বছরে সরকারের অর্জনের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবারের সদস্যরা... গত কয়েক সপ্তাহ ধরে উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে মণিপুরে এবং ভারতের অন্যান্য অংশে সহিংসতার ঢেউ উঠেছে, কিন্তু বিশেষ করে মণিপুরে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, মা ও কন্যাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কিন্তু কয়েকদিন ধরেই একটানা শান্তির খবর আসছে, তবে দেশ মণিপুরের মানুষের পাশে আছে। মণিপুরের মানুষ গত কয়েকদিন ধরে যে শান্তি বজায় রেখেছে, শান্তির সেই উৎসবকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শান্তির মাধ্যমেই তা সমাধানের পথ খুঁজে বের করা হবে। সেইসঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসাথে এই সমস্যাগুলি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং তা অব্যাহত রাখবে।‘
দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে সারা বিশ্ব থেকে শুভেচ্ছা আসছে। বৈশ্বিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রধানরা এই বিশেষ উপলক্ষে ভারত ও ভারতের জনগণকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হিন্দিতে তাঁর বার্তা লিখে প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট তাঁর বার্তায় কয়েকদিন আগে প্যারিসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কিছু ঝলক শেয়ার করেছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহাল 'প্রচণ্ড' ভারতের নাগরিকসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
#WATCH | Delhi: AAP Minister Saurabh Bhardwaj says, "PM Modi's speech was like a farewell speech. I think this is the last speech of the Prime Minister on the Red Fort. After this, the Prime Minister will definitely come to the Red Fort, but will sit on the front chairs and… pic.twitter.com/h35SB31uEY
— ANI (@ANI) August 15, 2023