নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সুরেই কার্যত সুর মেলালেন আরও এক নেতা। আজ বুধবার আম আদমি পার্টির (AAP) মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, 'বিজেপি যখনই 'পরিবার' নিয়ে কথা বলে, আমি অবাক হয়ে যাই. কেন তারা শুধু কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং লালু প্রসাদের পরিবার নিয়ে কথা বলে। রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অমিত শাহের পরিবার রয়েছে। বিজেপির রাজনীতিতে শত শত পরিবার রয়েছে। এটা স্পষ্ট যে বিজেপি একটি ৩০-৪০ বছরের পুরানো দল, তাই আপনি এতে দুটি প্রজন্ম দেখতে পাবেন। কংগ্রেস একটি ১৫০ বছরের পুরানো দল, তাই আপনি এতে ৩-৪ টি প্রজন্ম দেখতে পাবেন। বিজেপি কি স্বজনপোষণ বন্ধে কিছু করেছে?’ দেখুন ভিডিও...