নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি (Delhi) সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সাংসদ বিজেপিকে (BJP) কোণঠাসা করতে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছে আম আদমি পার্টি (AAP)। ইতিমধ্যে একাধিক রাজ্যের দলের সুপ্রিমোদের সঙ্গে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী দিনে কংগ্রেসের (Congress) সঙ্গেও আলোচনার সম্ভাবনা তিনি জিইয়ে রেখেছেন বলে রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন। কিন্তু কংগ্রেস কি চাইবে আপের সঙ্গে আলোচনায় বসতে কিংবা আপের পক্ষ নিতে? এই প্রশ্নই উঠেছে সম্প্রতি। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, পাঞ্জাব এবং দিল্লি কংগ্রেসের অভ্যন্তরে ইতিমধ্যে এ ব্যাপারে কথা শুরু হয়েছে। হাত শিবিরের সিংহভাগ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে যেতে রাজি নন. বিজেপির তো সমর্থনের প্রশ্নই ওঠে না। ফলত আপাতত আপ বিরোধী মনোভাব রয়েছে বিজেপি এবং কংগ্রেসের শিবিরের সিংহভাগে।