নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার। কলকাতা থেকে দিল্লি তোলপাড়। কাল দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে হাজির হয় তৃণমূলের এক প্রতিনিধিদল। তবে দিল্লি পুলিশ তাদের তুলে নিয়ে যায়। আজও সেই বিক্ষোভ চলছে। এবার মন্দির মার্গ থানা এলাকার সামনে তৃণমূলের বিক্ষোভে যোগ দিল আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
সৌরভ ভরদ্বাজ বলেন, 'সাধারণ নির্বাচন ঘোষণা করা হয়েছে। আদর্শ আচরণবিধি বলবৎ আছে। কিন্তু বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি, এনআইএ, আইটি, সিবিআই অ্যাকশন চলছে। এটাই স্বৈরাচার। টিএমসির দাবি ন্যায্য। বিজেপির প্রতিবাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তবে এটি টিএমসি নেতাদের বিরুদ্ধে ঘটছে'।